শতভাগ বিদ্যুতায়িত উপজেলায় বিদ্যুৎ বিহীন অন্ধকারে একাধিক সভা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২০/১১/২০২৩ , ৬:৪৪ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর প্রতিনিধিঃ বিজয়নগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত একাধিক সভা অন্ধকারে জানালার স্বল্প আলোতে অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ নভেম্বর) সকাল ১১ টার সময় পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকিস সভা ও ১২ টায় জ্বালানি তেল খুচরা বিক্রয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই দুইটি সভার মধ্যে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকিস সভার সময় এক ঘন্টা ও ১২ টায় অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার অর্ধেক সময় প্রায় আধাঘন্টা বিদ্যুৎ না থাকায় জানালার স্বল্প আলোতে শতভাগ বিদ্যুতায়িত উপজেলায় উক্ত সভা চলাকালীন সময় উপস্থিত অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
সভায় বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ দবির আহমেদ ভূইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাছুম, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এব্যপারে বিজয়নগর উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম বলেন, জাতীয় গ্রীড থেকে লাইন ফল্ট করার কারনে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। জাতীয় গ্রীড থেকে সংযোগ পাওয়ার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।