আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:৫২
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, সিলেট বিভাগ মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৯/১১/২০২৩ , ৫:৪২ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,সিলেট বিভাগ


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কাশেমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকার বড়জ্বালা বাজার থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মোক্তার হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোক্তার হোসেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত ছহল উদ্দীনের ছেলে।মোক্তার হোসেন দীর্ঘ দিন পলাতক ছিল। মামলা সূত্রে জানা যায়, সে মাধবপুর থানাধীন জি আর ১১৮/২১( মাধবপুর) মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী বিজ্ঞা আদালতে ১ বছরের কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড রায় হয়।

এবিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রকিবুল ইসলাম খাঁন, জানান, গ্রেফতার কৃত আসামি মোক্তারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

comments