আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:৪৪
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক দ্রব্যসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক দ্রব্যসহ একজন গ্রেফতার


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৯/১১/২০২৩ , ২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজশাহী বিভাগ


মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডারসহ একজনকে আটক করেছে র‌্যাব-৫

আটককৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়িটোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে ইসমাইল(২৫)।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়িটোলা গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করা হয়।

এসময় তার স্বীকারোক্তির ভিত্তিতে শয়ন ঘর থেকে ৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডার ও ২ কেজি কয়লা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, সাম্প্রতিক সময়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতাসহ নানা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি কয়লা ইসমাইলের ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

comments