আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:৪৮
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, রংপুর বিভাগ ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৮/১১/২০২৩ , ৯:০৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রংপুর বিভাগ


কামরুল হাসান কাজল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে অবৈধ আখ‍্যা দিয়ে তা বাতিলের দাবিতে ও সরকারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।

জামতলা মোড় থেকে কলেজ মোড়ের দিকে এগিয়ে আসলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং মিছিলের ব‍্যানার ছিনিয়ে নেয়। পুলিশের বাধায় মিছিলটি সামনে এগুতে না পেরে জামতলা মোড় হয়ে হাসপাতাল রোডের সাদ্দাম মোড় হয়ে পুনরায় জামতলা মোড়ে আসলে আবারও পুলিশের বাধার মুখে পড়ে। এসময় বিএনপির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে মিছিলকারীরা রাস্তায় বসে পড়ে এবং সরকারের পদত্যাগ ও তফসিল বাতিল দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

এসময় উপজেলা বিএনপির সভাপতি কাজি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদারসহ অন‍্যান‍্যরা বক্তব্যে রাখেন। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

comments