আজ: ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১:৫৩
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, সিলেট বিভাগ মাধবপুরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

মাধবপুরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/১১/২০২৩ , ৫:০৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,সিলেট বিভাগ


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: পর্ণোগ্রাফি মামলায় বাহার মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাধবপুর থানার পুলিশ।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টায় মাধবপুর থানার এস আই পনুয়েলে’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নারায়নপুর টঙ্গীর মোড় এলাকায় বাহারকে গ্রেপ্তার করে। সে নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আলেফ খাঁর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বাহার মিয়া ফেসবুকে ভুয়া আইডি খোলে একই গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের আপত্তিকর ছবি পোষ্ট করে। এই ঘটনায় সেলিম মাহমুদ লিটন বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৬) আদালতে মামলা আমলে নিয়ে রেকর্ড করতে থানাকে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে মাধবপুর থানা পুলিশ বাহারের নামে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী তরুণীর বাবা জানান, বাহার দীর্ঘদিন ধরে গোপনে মেয়েদের ছবি তুলে এবং তা দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। তাকে অর্থ দিতে অপরাগতা করলেই ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন বাহারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পর্ণোপ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ধারা মামলার আসামি বাহারকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Comments

comments