বিজয়নগরে সন্ত্রাস ও নাশকতা বিরোধী সভা অনুষ্ঠিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৬/১১/২০২৩ , ৭:৩২ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর প্রতিনিধিঃ দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজয়নগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও নাশতা বিরোধী জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জরুরী সভায় জনগুরুত্বপূর্ণ সকল স্থানে, বিভিন্ন দপ্তরের অফিসে, সকল ইউনিয়ন ভূমি অফিস, সকল ইউনিয়ন পরিষদে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাহাড়া জোরদার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোঃ দবির আহমেদ ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান খাঁন শাওন, অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাছুম, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের অফিসার ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।