বিজয়নগরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৬/১১/২০২৩ , ৪:৫৫ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে পাথর বুঝাই ট্রাকের সাথে সিলেট মুখি ১টি অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার নিহত হন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭ টার দিকে বিজয়নগর উপজেলার বীরপাশা বাস স্ট্যান্ডের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অ্যাম্বুলেন্সের ড্রাইভার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মোঃ তাজুল ইসলাম ছেলে আব্দুল খালেক (৩২)।
খাতিহাতা হাইওয়ে থানার ওসি অকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সততা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।