জনপ্রিয় লেখক ফখরুল আবেদীন মিলনকে প্রাণনাশের হুমকি : ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৮/১০/২০২৩ , ১০:৩৬ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,ফেসবুক থেকে


সামাজিক যোগাযোগ মাধ্যমে মা- স্ত্রী সহ পরিবারের সদস্যদের নিয়ে অনাকাঙ্খিত, ভিত্তিহীন, আজগুবি, অসামাজিক, মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো সহ প্রাণনাশের হুমকি প্রদান করায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেছেন জনপ্রিয় লেখক ও ব্যাংক কর্মকর্তা ফখরুল আবেদীন মিলন।
তিনি জানান , বিগত কিছুদিন যাবত ফেসবুকে বিভিন্ন ফেইক আইডির মাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের টার্গেট করে বিভিন্ন মিথ্যাচারের পাশাপাশি হুমকি প্রদান করা হচ্ছিল। এরই প্রেক্ষিতে উক্ত আইডি সমূহের নাম ও ফেসবুক লিংক যুক্ত করে সাধারণ ডায়েরি করা হয়।