কমলনগরে নরমাল স্যালাইনের তীব্র সংকট চরম ভোগান্তিতে রোগীরা
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৯/০৯/২০২৩ , ৭:২৫ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


মোঃ ইব্রাহিম, কমলনগর,প্রতিনিধিঃ লক্ষ্মীপুর কমলনগরে শিরায় দেওয়ার নরমাল স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। বেশি দামেও মিলছে স্যালাইন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। সারা দেশে ডেঙ্গু রোগী বৃদ্ধি, হঠাৎ কলেরা বা ডায়রিয়া বেড়ে যাওয়া এবং নিয়মিত সরবরাহ না থাকায় এ সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল রোরবার ও সোমবার দিনবর কমলনগর উপজেলা হাজির হাট ও করইতোলা বাজার এর আশ পাশের ওষুধের দোকানে গিয়ে স্যালাইন চাইলে বিক্রয়কর্মীরা দিতে পারেননি। কোম্পানিগুলো শিরায় দেওয়া স্যালাইন সরবরাহ কমিয়ে দেওয়ায় এমন সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ওষুধ ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, অপসো, ওরিয়ন, লিবরা ইনফিউশন, পপুলার, একমি, বেক্সিমকো, স্কয়ার ফার্মাসিউটিক্যালসহ বেশ কয়েকটি কোম্পানি স্যালাইন সরবরাহ করে থাকে। কিছু দিন থেকে চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো স্যালাইন দিচ্ছে না উপজেলার বাজার ফার্মেসিগুলোতে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একব্যবসায়ী জানান,কোম্পানি সেলম্যান কিছু কিছু দোকানে স্যালাইন সরবরাহ করে থাকে। সে সকল দোকানে অতিরিক্ত দামে বিক্রি অতি গোপনে।
ডেঙ্গু এক রোগীর স্বজন জানান, ডেঙ্গু পজেটিব হলে ডাক্তার স্যালাইন গ্রহগের জন্য বললেও আমি অনেক খুঁজে স্যালাইন পাইনি।
মা হাফেজা মেডিকেল হলের স্বত্বাধিকারী ও ইসমাইল হোসাইন বিপ্লব জানান,সংকট চলছে। তবে সরবরাহ কারীদের কারণে এমন সংকট। ওষুধ কোম্পানি গুলো নিয়মিত স্যালাইন সর্বরাহ করছে না। ফলে প্রতিদিন অসংখ্য রোগী স্যালাইন কিনতে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীরে পানিশূন্যতা দেখে ডায়রিয়া দিলে, বা কলেরা হলে অথবা কখনো কখনো রক্তচাপ স্থিতিশীল রাখারসহ ডেঙ্গু রোগীদের জন্য শিরায় দেওয়া স্যালাইন ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকেরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু তাহের পাটোয়ারী জানান, হাসপাতালে অতিরিক্ত ডেঙ্গু রোগি ভর্তি থাকায় নরমাল স্যালাইন কিছু সংকট আছে। তার পর আমরা চালিয়ে নিচ্ছি। তবে বাইরের ফার্মেসীতে স্যালাইনের সংকট রয়েছে বলে শুনেছেন।