মান্দায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৯/০৯/২০২৩ , ৭:১৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজশাহী বিভাগ


মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় নবাগত জেলা প্রশাসক গোলাম মওলা’র সঙ্গে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও নিকাহ্ রেজিস্টারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল ও আনিছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মাহফুজুর রহমান উজ্জল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম এবং সাহপুর ঢোলপুকুরিয়া এলাকা (ডি.এ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন প্রমূখ।