আজ: ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:১১
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, সিলেট বিভাগ মাধবপুরে রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে উদ্বোধন: বিমান প্রতিমন্ত্রী

মাধবপুরে রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে উদ্বোধন: বিমান প্রতিমন্ত্রী


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৯/০৯/২০২৩ , ৩:৫৬ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,সিলেট বিভাগ


নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরের হালুয়াপাড়া-গোপালপুর গ্রামের আরসিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) বাস্তবায়নে উপজেলার মিঠাপুকুর গ্রামে-সিলেট হাইওয়ে ভায়া হালুয়াপাড়া গোপালপুর চে:৪৪০০-৫৩০০মিটার আরসিসি রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সঞ্চালনা করেন স্থানীয় মেম্বার আহাদ ফকির।

এ রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান, উপজেলা এলজিডি কর্মকর্তা শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত। এসময় উপস্থিত ছিলেন আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম খান, সাবেক সভাপতি হাবিবুর রহমান, দৈনিক ঢাকা প্রতিনিধি মোঃ নাহিদ মিয়া। ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগসহ স্থানীয় নেতৃবৃন্দরা। এই রাস্তা ৪৪০০-৫৩০০মিটার আরসিসি রাস্তা নির্মাণ কাজের খরচ ধরা হয়েছে এক কোটি ৮৩ লাখ টাকা।

Comments

comments