আজ: ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:৫৭
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, রংপুর বিভাগ তেতুলিয়ায় বসত বাড়িতে আগুন গবাদী পশু সহ বসতবাড়ি পুড়ে ছাই

তেতুলিয়ায় বসত বাড়িতে আগুন গবাদী পশু সহ বসতবাড়ি পুড়ে ছাই


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৯/০৯/২০২৩ , ৩:৫৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রংপুর বিভাগ


মিজানুর রহমান মিন্টু স্টাফ রিপোর্টার: পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলায় ৭ নং দেবনগর ইউনিয়নের হেংগা ডুবা গ্রামে এক দিনমুজুরের বসত বাড়িতে আগুন লেগে ঘর, গবাদী পশু পুড়ে ছাই ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দেবনগর ইউনিয়নের হেঙ্গাডোবা গ্রামের দিনমজুর আইবুল হকের ২টি বসত ঘর এবং ৫টি গবাদী পশু ছাগল প্রয়োজনীয় জিনিস পত্র আগুনে পুড়ে যায়।

তেতুলিয়ার ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন করেছে। তবুও তাৎক্ষনে আগুনে পুরে যায় বসত ঘর এবং গবাদী পশু ছাগল।

এ ঘটনায় -তাৎক্ষনিক খবর পেয়ে ক্ষতিগ্রুস্থ আগুনে পুরা বসত ঘর পরিদর্শন করেছে তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে রাব্বি। তিনি সে সময়ে আগুনে ক্ষতিগ্রুস্থ দিনমুজুর মোঃহাইবুলের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহযোগিতা প্রদান করেন ।

Comments

comments