আজ: ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ভোর ৫:০০
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, রংপুর বিভাগ ভূরুঙ্গামারীতে ১৯০ জন কৃষককে কালাই বীজ ও সার বিতরণ

ভূরুঙ্গামারীতে ১৯০ জন কৃষককে কালাই বীজ ও সার বিতরণ


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৮/০৯/২০২৩ , ৫:৫০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রংপুর বিভাগ


কামরুল হাসান কাজল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২ মৌসুমে মাসকালাই প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে বীজ ও সার বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল জব্বার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোহাম্মদ আপেল মাহমুদ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও প্রান্তিক কৃষকগন।

উপজেলা কৃষি অফিস জানায়, ১০ ইউনিয়নের ১ শত ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের ৫ কেজি করে কালাই বীজ ও ১০ কেজি ডিএপি ও ০৫কেজি এমওপি সার দেয়া হয়।

উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল জব্বার জানান প্রান্তিক কৃষকদের উৎপাদন মুখী করতে বাংলাদেশ সরকার বিভিন্ন প্রণোদনার মাধ্যমে বীজ ও সার দিয়ে কৃষকদের সহযোগিতা করে আসছে। ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২ মৌসুমে মাসকালাই প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৯০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

Comments

comments