বিজয়নগরে ইঁদুর মারার বিষ খেয়ে পাঁচ ভাই-বোন অসুস্থ
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৫/০৯/২০২৩ , ১০:২৯ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


শাহনেওয়াজ শাহ্: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইঁদুর মারার বিষ খেয়ে ৫ ভাই-বোন অসুস্থ হয়ে পড়েছে। তারা পাঁচজনই একে অপরের চাচাত ভাই-বোন।
১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাসানী গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ ৫ ভাই-বোন হলো, মেরাসানী গ্রামের আউশ মিয়ার মেয়ে জান্নাত (২) ও বর্ষা (৭), জজ মিয়ার মেয়ে তিশা (১) ও ছেলে আলামিন (৩), এবং শাহীন শাহের ছেলে শুভ (৪)।
এদের মধ্যে বর্ষা,শুভ ও আলামিনকে রাত ৮টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিশুদের দাদা মো. মিয়াব আলী জানান, মেরাসানী এলাকায় নিজ বাড়ির পাশে ৫ শিশু খেলা করছিল। খেলার ফাঁকে বাড়ির পাশে ইঁদুরের গর্তে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে তারা। পরিবারের লোকজনই এ গর্তে বিষ দিয়ে রেখে ছিলেন ইঁদুর মারার জন্য।
পরে তারা ৫ জন অসুস্থ হয়ে পড়লে,জান্নাত ও তিশাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।বাকী তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি দেওয়া হয়৷
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ইঁদুর মারার বিষ খেয়ে ৫ শিশু অসুস্থের বিষয়টি জেনেছি। খোঁজ নেওয়ার জন্য তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।