আজ: ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:৫১
সর্বশেষ সংবাদ
তথ্য প্রযুক্তি আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক

আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/০৯/২০২৩ , ২:০২ অপরাহ্ণ | বিভাগ: তথ্য প্রযুক্তি


টিকটকের পশ্চিমা ব্যবহারকারীদের ওপর চীন সরকার নজরদারি করছে – এমন অভিযোগ দীর্ঘদিনের। সে ভয় দূর করতে ইউরোপে প্রথমবারের মতো ডাটা সেন্টার চালু করেছে টিকটক।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপের ব্যবহারকারীদের তথ্য এখন থেকে আয়ারল্যান্ডের ডাবলিনের ডাটা সেন্টারে সংরক্ষিত থাকবে। আগামীতে আয়ারল্যান্ডে ও নরওয়েতে আরো একটি করে ডাটা সেন্টার চালু করা হবে। ইউরোপের ১৫ কোটি টিকটক ব্যবহারকারীর তথ্য এই তিন ডাটা সেন্টারে থাকবে।

এদিকে টিকটকের প্রতি আস্থা বাড়াতে একটি ইউরোপীয় সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানকে যাচাই-বাছাই এবং তথ্যের সুরক্ষা নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে এই চীনা অ্যাপ। এই উদ্যোগকে প্রজেক্ট ক্লোভার বলছে টিকটক।

প্রজেক্ট টেক্সাস নামে মার্কিন যুক্তরাষ্ট্রেও এরকম কর্মসূচি পরিচালনা করে টিকটক।

দীর্ঘদিন থেকেই ইউরোপীয় সংসদ, ইউরোপীয় কমিশন ও ইইউ কাউন্সিলের সদস্যদের ফোনে টিকটকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।ফোনে টিকটক অ্যাপ থাকলে তা থেকে ই-মেইল ও অন্যান্য যোগাযোগের মাধ্যমের তথ্য হাতিয়ে নিতে পারে এমন আশঙ্কা থেকে তা নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

Comments

comments