আজ: ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:৫৬
সর্বশেষ সংবাদ
অর্থ ও শিল্প, জাতীয়, প্রধান সংবাদ চিনির দাম কমেছে ৫ টাকা

চিনির দাম কমেছে ৫ টাকা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/০৮/২০২৩ , ৮:৩৬ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও শিল্প,জাতীয়,প্রধান সংবাদ


কেজিপ্রতি ৫ টাকা করে চিনির দাম কমিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। রোববার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের নির্বাহী সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন পরিশোধিত চিনির মূল্য কেজিপ্রতি ৫ টাকা কমিয়েছে।

এতে বলা হয়, নতুন দাম কার্যকর হবে ১৪ আগস্ট (সোমবার) থেকে। নতুন দর অনুসারে খোলা চিনির কেজি ১৩৫ থেকে ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে প্যাকেটজাত চিনি ১৪০ টাকা থেকে কমিয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Comments

comments