আজ: ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, রাত ৪:৩৮
সর্বশেষ সংবাদ
চটগ্রাম বিভাগ, শিক্ষাঙ্গন নোবিপ্রবির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ ফেলেন ড. মোঃ দিদারুল আলম

নোবিপ্রবির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে পুনরায় নিয়োগ ফেলেন ড. মোঃ দিদারুল আলম


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/০৮/২০২৩ , ৩:৫৯ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,শিক্ষাঙ্গন


ফজলে এলাহী ফুয়াদ নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।এর আগেও নোবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের এই অবসর প্রাপ্ত অধ্যাপক।
রবিবার(১৩ আগষ্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়,প্রজ্ঞাপনে বলা হয় মহামান্য রাষ্ট্রপ্রতি ও চ্যান্সেলের আদেশক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চইন ২০০১ এর ধার ১০ (১) অনুযায়ী ড.মোহাম্মদ দিদারুল আলম কে নোবিপ্রবির ভাইস চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হলো।
অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ১৯৬৯ সালে নারায়ণগঞ্জের জয়গোবিন্দ হাই স্কুল থেকে মাধ্যমিক ও নারায়ণগঞ্জ তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব অ্যাবারডিন থেকে ১৯৯০ সালে প্লান্ট অ্যান্ড সয়েল সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন সিলেকশন গ্রেডের এই অধ্যাপক। এছাড়া তিনি নদী গবেষণা ইনস্টিটিউটের গবেষক হিসেবেও কাজ করেছেন।
নোবিপ্রবির নতুন উপাচার্য নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড.মোঃ আব্দুল বাকী

Comments

comments