আজ: ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, দুপুর ১২:০০
সর্বশেষ সংবাদ
জীবন ধারা আজিজুল হকের ‘ড্রিম আপ’ সর্বদা মানুষের কাছে নিয়োজিত

আজিজুল হকের ‘ড্রিম আপ’ সর্বদা মানুষের কাছে নিয়োজিত


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/০৮/২০২৩ , ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: জীবন ধারা


মানুষ মানুষের জন্য” এ কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে একজন যুবকের সাথে। একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা তিনি নিজেই। মোঃ আজিজুল হক ( Md Azizul Haque )। একাদশ শ্রেণীর ছাত্র যেখানে তার সহপাঠীরা এই বয়সে তাদের হাত খরচের টাকা দিয়ে শখ পূরণে ব্যস্ত সেখানে ব্যতিক্রম তিনি কাজ করছেন মানুষকে নিয়ে। মানুষের পাশে থাকা এটাই তার শখ। দুঃস্থ মানুষ দেখলেই হৃদয় কাঁদে আজিজুল হকের।

সমাজসেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন এই তরুণ। সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ তিনি। মানুষের হিয়ার মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা, মুখে থাকে তার মন ভাল করে দেয়া হাসি। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি। হাসি ছাড়া কথা বলেন না কারো সাথে। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষ। স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার। তিনি সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে পাশে পাওয়া যায়।তিনি নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর সমাজ বিনির্মানে কাজ করছে।

বিভিন্ন সময়ে তিনি তার জমানো টাকা ও সহপাঠীদের জমানো টাকা দিয়ে তার ফাউন্ডেশন ‘ড্রিম আপ’ এর মাধ্যমে দুস্থ মানুষদের বিভিন্ন সময় অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেন।

২০০৫ সালে মানিকগঞ্জের, গড়পাড়া জন্ম আজিজুল হকের শৈশব থেকে মানুষের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে তার। ছোট বেলা থেকে যখন দুস্থ কাউকে দেখতো তখনই তাদের জন্য কিছু করতে ইচ্ছে করতো তার। শুরুটা শৈশব থেকেই। পড়াশোনা গর্ভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। বর্তমানে ঢাকা সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। তিনি মানুষকে সাহায্য করেন এমন এক সাহায্য করেন যাতে তার একটি কর্মস্থানের সৃষ্টি হয়। প্রত্যেক ছয় মাস পর পর তার ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বিধবা নারীদের সেলাই মেশিন প্রদান করে তাতে সেই বিধবা নারীর কর্মস্থানের সৃষ্টি ফলে তার আর কোনো সমস্যা থাকে না। এছাড়া প্রতিবন্ধী যারা আছে তাদের তিনি ‘ড্রিম আপ’ ফাউন্ডেশন এর মাধ্যমে ওজন মাপার যন্ত্র কিনে দেন তাতে তাদের আর কারো কাছে হাত পাততে হয় না তারা নিজেরাই উর্পাজন করে।

আজিজুল হক এক মানবতার ফেরিওআলা যিনি কিনা কখনও নিজের শখ নিয়ে ভাবেন না। ভাবেন মানুষকে নিয়ে। তার কাছে এক দুস্থ মানুষের হাসিই তার কাছে সব থেকে বড় শখ। তিনি চান পৃথিবীর সকল মানুষই যেন সুখে থাকেন।

আজিজুল হক বলেন.আমার স্বপ্ন অসহায় মানুষ দের পাশে দাড়ানো।বিধবা নারীদের কে তাদের আয় এর উৎস তৈরি করে দেওয়া।দেশের সর্বস্তরে আমার সেবা পৌছে দেওয়া।ড্রিম আপ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আমি ইনশাআল্লাহ একদিন দেশের সব জায়গায় আমি আমার সেবা পৌছে দিবো।একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমার আত্মতৃপ্তি। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার কর্মময় জীবন। এভাবেই সারাজীবন জনগণের সেবা করে পাশে থাকতে চাই।

আজিজুল হক একজন এমন তরুণ যার ভাবনা মানুষকে নিয়ে এই তরুণের মতো আরও তরুণেরাও যদি এভাবে ভাবতো তবে একদিন পুরো দেশটাই পাল্টে যেতো।

motprokash/mohaiminul

Comments

comments