আজ: ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, সকাল ১১:১৭
সর্বশেষ সংবাদ
জাতীয়, প্রধান সংবাদ, স্বাস্থ্য ডেঙ্গুর ঝুঁকি সামাল দিতে পারবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুর ঝুঁকি সামাল দিতে পারবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৭/০৮/২০২৩ , ৯:৩৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ,স্বাস্থ্য


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু রোগী বাড়ার বিবেচনায় মৃত্যু বাড়ছে। স্যালাইনের প্রয়োজনও বাড়ছে। প্রতিদিন গড়ে ৪০ হাজার ব্যাগ স্যালাইন লাগছে। হাসপাতালগুলো হিমশিম খেলেও চিকিৎসায় কোনো ঘাটতি পড়ছে না। ডেঙ্গু মৌসুমে ঝুঁকি বাড়লেও আশা করা যায় সরকার সামাল দিতে পারবে।

সচিবালয়ে সোমবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ডেঙ্গুর টিকা এখনো প্রক্রিয়াধীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পরপরই ডেঙ্গুর টিকা আনার চেষ্টা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারীদের জরায়ুর ক্যানসার রোধে হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন দেওয়া হবে। সেপ্টেম্বরে শুরু হবে এ টিকাদান কর্মসূচি। ১০ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের টিকা দেওয়া হবে। এ পর্যন্ত সাড়ে ২৩ লাখ ডোজ এসেছে। নভেম্বর থেকে আরও আসবে।

মন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে ১০ কোটি কলেরার টিকা পাবে বাংলাদেশ। এতে সরকারের খরচ হবে ৬০০ কোটি টাকা। তবে জনগণ পাবে বিনামূল্যে।

মন্ত্রী বলেন, ইন্টার্ন ডাক্তারদের ভাতা ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তারদের ভাতা ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে। এতে খরচ হবে ৬৪ কোটি টাকা। এ প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Comments

comments