আজ: ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ভোর ৫:৩৮
সর্বশেষ সংবাদ
তথ্য প্রযুক্তি মেটার বিরুদ্ধে সারাহ সিলভারম্যানের মামলা

মেটার বিরুদ্ধে সারাহ সিলভারম্যানের মামলা


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১২/০৭/২০২৩ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: তথ্য প্রযুক্তি


জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেত্রী সারাহ সিলভারম্যানসহ তিনজন লেখক মেটা ও ওপেনএআই’র বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা করেছেন। সম্প্রতি স্যান ফ্রানসিসকোর ফেডারেল আদালতে এ মামলা করেন সিলভারম্যান, রিচার্ড কাডরে ও ক্রিস্টোফার গোল্ডেন। আর এতে অভিযোগ তোলা হয়, ফেসবুকের মালিক কোম্পানি মেটা ও চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই এদের কপিরাইট করা কনটেন্ট ব্যবহার করে তাদের তৈরি চ্যাটবটগুলোকে প্রশিক্ষণ দিয়েছে।

‘ক্লাস অ্যাকশন’ ধরনের এ মামলার ফলে ওপেনএআইয়ের দেওয়া প্রশিক্ষণে যাদের কপিরাইট করা কনটেন্টের ব্যবহার হয়েছে, তারাই এ মামলায় বাদীর সুবিধা পাবেন। ‘ক্লাস-অ্যাকশন’ হলো এমন এক মামলা, যেখানে বাদীপক্ষ একজন হলেও তিনি একই ধরনের ঘটনার শিকার সবার প্রতিনিধিত্ব করেন ও বাদী জয়ী হলে মামলার রায় ভুক্তভোগী সবার জন্যই প্রযোজ্য হয়।

ব্যবহারকারীর প্রম্পটের সহায়তায় ‘বাস্তবসম্মত জবাব দিতে সক্ষম’ অ্যাপ তৈরির লক্ষ্যে কপিরাইটযুক্ত উপাদান ব্যবহার করলে চ্যাটবটগুলোর নির্মাতারা যে আইনি ঝুঁকির মুখে পড়বেন, এ মামলার মাধ্যমে সেটিই উঠে এসেছে। রয়টার্স। সিলভারম্যান, কাডরে ও গোল্ডেনের অভিযোগ, কোম্পানিগুলো অনুমতি না নিয়েই তাদের বই ব্যবহার করে তথাকথিত ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ তৈরি করেছে।

মেটার বিরুদ্ধে মামলার বাদীরা অভিযোগ তোলেন, কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাসংশ্লিষ্ট ফাঁস হওয়া তথ্য থেকে দেখা গেছে, তাদের লেখা বই থেকে কনটেন্ট নিয়ে চ্যাটবটগুলোর প্রশিক্ষণে কোনো অনুমতি ছাড়াই ব্যবহার হয়েছে।

Comments

comments