সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৮/০৬/২০২৩ , ৩:৪৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজশাহী বিভাগ


নওগাঁ প্রতিনিধি: জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
রোববার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ শাখা এই মানববন্ধন পালন করে।
মানববন্ধনে বক্তব্য দেন- নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, সাবেক সভাপতি নবির উদ্দিন, বর্তমান সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক হারুনুর রশীদ চৌধুরীসহ প্রেসক্লাবে অন্যান্য সদস্যরা।
এ সময় নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য দেন- সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, রিফাত হোসাইন সবুজ, আব্বাস আলী, অন্তর আহমেদসহ অন্যান্য সদস্যরা।
মানববন্ধনে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন পক্ষে বক্তব্য দেন- সংগঠনের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, ফরিদুল করিম তরফদার, মামুনুর রশীদ বাবুসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। কিন্তু এসব ঘটনার বিচার হচ্ছে না। সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়ায় আজ জামালপুরের সাংবাদিক নাদিমকে এভাবে হত্যার সাহস পেয়েছে ক্ষমতাসীন ব্যক্তিরা। সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।
অপরদিকে, একই দাবীতে রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে উপজেলা পরিষদ গেটের সামনে বেলা ১১টায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকসহ সুশীল সমাজ ও স্কাউট সদস্যরা অংশ নেয়।