ঈদের সাত পর্বের ধারাবাহিক ‘পরী তুমি কার’
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ৩০/০৫/২০২৩ , ৮:৪৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


সম্প্রতি কুয়াকাটার চমৎকার লোকেশনে নির্মাতা আশরাফুল আলম বাবুল ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘পরী তুমি কার’ নির্মানে ব্যস্ত সময় পার করছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জিদান সরকার, তন্ময় সোহে্ শিশির আহমেদ ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান । এ প্রসঙ্গে নির্মাতা আশরাফুল আলম বাবুল বলেন, প্রচণ্ড গরমের মধ্যে কাজটি করতে হয়েছে এবং সকল আর্টিস্টদের সহযোগিতা ছিলো চোখে পরার মত ।
অভিনেতা জিদান সরকার বলেন, এর আগেও ২ টি ধারাবাহিক করেছি এখানে , সেটির পরিচালক ছিলেন আশরাফুল আলম বাবলু । তবে এবারের কাজ করতে এসে মনে হয়েছে যেনো ফিল্ম এর কাজ করছি।
অভিনেত্রী প্রিয়াংকা জামান বলেন, আমি এই প্রথম কুয়াকাটা শুটিং করতে এসেছি , ভালো গল্প ছিলো এবং আমাদের টিম ছিলো অনেক শক্তিশালী তাই কাজটি অনেক সুন্দর হবে আশাকরি । নাটকটি রচনা করেছেন এ সময়ের ব্যস্ততম গল্প লেখক জাহিদ বাবুল । এছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন শিশির আহমেদ ,চমক তারা ,মোটা মিঠু । উল্লেখ্য পরী তুমি কার নাটকটি ঈদুল আযহা উপলক্ষে একুশে টিভি তে প্রচার করা হবে l নাটকটি প্রযোজনা করেছেন SAAA মাল্টিমিডিয়া ।