স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থী প্রহার,সাভারে রণক্ষেত্র
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৯/০৫/২০২৩ , ৭:৫৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,শিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : গত সোমবার দিবাগত- রাত আনুমানিক ৮ঃ ৩০ ঘটিকায় সিটি বিশ্ব্যবিদ্যালয় এর দুজন শিক্ষার্থী রাতের খাবার খেতে বাইরে গেলে একজন মোটরসাইকেল আরোহী তাদের ধাক্কা দেয় এবং শিক্ষার্থীদের সাথে অস্বাভাবিক আচরন করে,তখন শিক্ষার্থীরা সে স্থান ত্যাগ করে এবং পর মূহুর্তে তারা ৮/১০ জন শিক্ষার্থী মিলে মোজার্ট গার্মেন্টস এর গলিতে গেলে এলাকার সন্ত্রাসী মনিরুজ্জামান টিপু ও তার ভাই সাইফুল ইসলাম ব্রিটিশের নেতৃত্বে অস্ত্রধারী স্থানীয় সন্ত্রাসীরা নিরীহ ছাত্রদের ওপর ঝাপিয়ে পড়ে এবং তাদের বেধড়ক পেটায়,এতে করে ৪ জন শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং এদের একজনের হাতের হাড় ভেঙ্গে যায়,তারা সকলে হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফুল বেডরেস্টে আছে। এই ঘটনার প্রেক্ষিতে সিটি ইউনিভার্সিটি সহ আশেপাশের সকল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ফুঁসে উঠে এবং তারা সন্ত্রাসীদের বিচারের দাবীতে রাস্তায় নামে, তারা যখন রাস্তায় নামে সেই মূহুর্তে সেদিন রাতের হামলাকারীরা আবারো ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধাওয়া পালটা ধাওয়া চলতে থাকে, এতে কিছু দোকানপাট ক্ষতিগ্রস্থ হয় এবং দুই পক্ষেরই কিছু লোক আহত হয়৷ পরবর্তীতে ইউনিভার্সিটি কতৃপক্ষ ও পুলিশ গিয়ে কথা বলে ঘটনা নিয়ন্ত্রণে আনেন।