আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৭:৩৫
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ মেহেরপুর গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু

মেহেরপুর গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/০৫/২০২৩ , ১১:৩৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


মেহেরপুর   প্রতিনিধি : মেহেরপুরের   গাংনী    উপজেলার চিৎলা   গ্রামে   বিদ্যুত   স্পৃষ্টে রুবেল   হােসেন  (২৬)  নামের  এক  রাজমিস্ত্রীর  মৃত্যু হয়েছে।  ২ সন্তানের জনক   রুবেল  গাংনী পৌর  এলাকার  বাঁশবাড়ীয়া গ্রামের  গােরস্থানপাড়ার জেল  হকের  ছেলে।
বুধবার  সকাল   সাড়ে ১১টার  দিকে  এ  দুর্ঘটনা  ঘটে।
স্থানীয়রা  জানান    রুবেল বুধবার  সকালের   দিকে  চিৎলা গ্রামের   একটি   বাড়ির বিল্ডিংয়ে রাজমিস্ত্রীর কাজ  করছিলেন। অসাবধানবশত   বিদ্যুতের   তারে শরীর   স্পর্শ  করলে ,মারাত্বক ভাবে   অসুস্থ   হয়ে   পড়েন।  এসময়   স্থানীয়   লােকজন   তাকে উদ্ধার   করে   গাংনী   উপজেলা স্বাস্থ্য   কমপ্লেক্সে   নিলে,  কর্তব্যরত   ডাক্তার   মৃত   ঘােষণা করেন।
গাংনী   থানার   ওসি   আব্দুর রাজ্জাক   জানান,   খবর   শুনে পুলিশের  একটিদল সেখানে পৌঁছেছে।

Comments

comments