আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, ভোর ৫:৫৯
সর্বশেষ সংবাদ
প্রধান সংবাদ বগুড়ায় ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/০৫/২০২৩ , ১১:২৭ অপরাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ


স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় নাঈম ভূঁইয়া (২০) নামের এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৭ মে (বুধবার) সকাল ৮ টায় শহরের কলোনি এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান, নিহত নাঈম ভূঁইয়া ধনুট উপজেলার উজালসিং এলাকার আব্দুল লতিফের ছেলে এবং মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নিহত নাঈমের বড় ভাই সাদ্দাম হোসেন সাজু বলেন, আমরা দুই ভাই ও নানী শহরের কলোনি এলাকায় একটি টিনশেড ভাড়া বাসায় বসবাস করি। নাঈম শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষে পড়াশোনা করত। গত কয়েকদিন ধরে টাকা চাচ্ছিল পরিবারের কাছে কিন্তু টাকা দিতে না পারায় সে অভিমান করে ছিল। এরপর বুধবার সকালে নাঈম ঘুম থেকে উঠে নাস্তা করে রুমে শুয়ে থাকা অবস্থায় দেখে আমি বাইরে যাই এবং আমার নানী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে সে ফ্যানের হুকের সাথে গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৮ টায় বাসায় ফিরে ঘরে প্রবেশ করতেই তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার কর শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় জানান, নাঈম ধুনট উপজেলার মধুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার এমন মৃত্যুতে জেলা ছাত্রলীগ শোকাহত।

উপ-পরিদর্শক ইমতিয়াজ জানান, নিহত নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

comments