গাইবান্ধায় দাদন ব্যবসায়ীর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/০৫/২০২৩ , ১১:২৬ অপরাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ


লালচান বিশ্বাস সুমন, গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধায় রাজিব নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করার প্রতিবাদে বুধবার (১৭মে)দুপুরে বুলবন্দী বাজারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গাইবান্ধা শহরের পুরাতন বাজারে দাদন লিপু শহরের এক চিন্তিত দাদন ব্যবসায়ী রাজিব নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় তার পকেটে থাকা চার লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে জানান।এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে । গতকাল সন্ধ্যায় শহরের পুরাতন বাজারের দুই ভাই আড়তে এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, ‘গতকাল বিকেলে রাজিব জমি বিক্রির চার লাখ ৩০ হাজার টাকা নিয়ে পুরাতন বাজারে দুই ভাই আড়তে মহাজন মামুনের সাথে দেখা করতে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দাদন ব্যবসায়ী লিপু, তার তিন ভাই ও দুই শালা মিলে রাজিবের উপর রড, ধারালো ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তার পকেটে থাকা চার লাখ ৩০ হাজার টাকা বের করে নিয়ে বাজার ত্যাগ করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাজিব হামলাকারীদের নাম উল্লেখ করে সদর থানায় অভিযোগ দাখিল করেন’। ‘লিপু শহরের একজন চিহ্নিত দাদন ব্যবসায়ী। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অভিযোগ রয়েছে। আমরা প্রশাসনের কাছে দাদন ব্যবসায়ী লিপু ও তার ভাইদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি’। অভিযুক্ত লিপু মিয়া শহরের পূর্বপাড়ার বেজিরভিটা গ্রামের মৃত আইজল হকের ছেলে।
এ ব্যাপারে অভিযুক্ত লিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি রাজিবের কাছে টাকা পাই। চাইতে গেলে কথা-কাটাকাটি হয়। টাকা না দিতেই রাজিব মিথ্যে নাটক সাজিয়েছে। তারা আমার ভাইকে মেরে গুরুতর আহত করেছে’।