মেহেরপুরে সিগারেটের অবৈধ প্রচার করার কারণে জরিমানা আদায়
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/০৫/২০২৩ , ১১:২৫ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ


মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে সিগারেটের অবৈধ প্রচার করার কারণে ১ ব্যবসায়ীর নিকট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ মে) সকালে শহরের কোটপাড়া (পন্ডেনঘাট) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে,সিগারেটের অবৈধ প্রচার করার অভিযোগে দুখু মিয়া নামের এক ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেলের নেতৃত্বে, সরকারি আইন অমান্য করে দোকানে সিগারেটের অবৈধ প্রচার করার দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ২০০৫ এর ৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস,সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
পরে সিগারেটের প্রচার সামগ্রীগুলো বিনষ্ট করা হয়।