আজ: ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ভোর ৫:২০
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ শিবগঞ্জে অটো ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত

শিবগঞ্জে অটো ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/০৫/২০২৩ , ১০:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


সামিদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অটো ভ্যানের ধাক্কায় রিফাত নামে এক শিশু নিহত।  নিহত রিফাত উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলী গ্রামের শাহ আলমের ছেলে।সোমবার সকালে ওই গ্রামে অটোভ‍্যানে উঠে খেলতে গিয়ে এ দূঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৮ টার সময় শিশু  রিফাত বাবু( ৪) তার দাদার থামানো  অটো ভ্যানের উপরে বসে খেলছিল  খেলতে খেলতে হঠাৎ ভ্যানের সুইজের উপর হাত পড়লে অটোভ্যান রানিং হয়ে প্রাচীর সাথে ধাক্কা লাগলে শিশু রিফাতের বুকে আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়ার পথের মধ্যেই তার মৃত্যু হয়। শিশু রিফাতের মৃত্যুতে  এলাকায়  শোকের  ছায়া নেমে আসে।

Comments

comments