ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম জেলা পুলিশের জরুরি সেবা চালু
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৩/০৫/২০২৩ , ১০:৫৩ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ,প্রধান সংবাদ


এস এম রিয়াদুল ইসলাম,চট্রগ্রাম জেলা প্রতিনিধি:
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জরুরি সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এতে ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ। মোবাইল নম্বর-০১৩২০-১০৭৪০২ । জরুরি সেবা কেন্দ্রের মোবাইল নম্বরসমূহ হচ্ছে ০১৩২০-১০৮৩৯৮, ০১৩২০-১০৮৩৯৯ ও ০২-৪১৩৫৫৫৪৯।উক্ত সেবা কেন্দ্রে জেলা পুলিশ ২৪ ঘণ্টা ঘূর্ণিঝড় সংক্রান্ত ফোন রিসিভ করবেন এবং সেই অনুযায়ী তাৎক্ষনিক সহযোগিতা প্রদান করবেন।জেলা পুলিশ সুপার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহর নির্দেশনায় এই বিশেষ জরুরি সেবা কেন্দ্র চালু করা হয়। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড় চলাকালীন এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য উল্লেখিত নাম্বারসমূহে চট্টগ্রাম জেলাবাসীকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।
এদিকে, চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ প্রসঙ্গে ‘মোখা’ সংক্রান্ত দুর্যোগকালীন যেকোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের অফিসার-ফোর্সগণ প্রস্তুত আছে। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড, মীরসরাই, জোরারগঞ্জ থানা, উড়িরচর ফাঁড়ির আওতাধীন এলাকাসমূহের জনসাধারণকে সাইক্লোন সেন্টারে নিরাপদ আশ্রয় নেয়ার জন্য মাইকিংয়ের মাধ্যমে উদ্বুদ্ধ করাসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
এছাড়া উল্লেখিত ৬টি থানাসহ চট্টগ্রাম জেলার ১৭ থানায় মোট ৯৪১টি সাইক্লোন সেন্টারে উপদ্রুত জনগণকে নিরাপদে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট থানাসহ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড় পরবর্তী চুরি/ডাকাতি/ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক গোয়েন্দা নজরদারি বৃদ্ধির সাথে নিরাপত্তা টহল অব্যাহত আছে বলেও উল্লেখ করা হয়।