আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৭:৪৭
সর্বশেষ সংবাদ
জাতীয়, প্রধান সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্কটিশ এমপি ফয়ছল চৌধুরীর সৌজন্য সাক্ষাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্কটিশ এমপি ফয়ছল চৌধুরীর সৌজন্য সাক্ষাত


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৯/০৫/২০২৩ , ২:০৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ


বৃটিশ রাজা তৃতীয় চার্লস-এর রাজ্যভিষেকে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার সৌজন্য সাক্ষাত করেছেন স্কটিশ পার্লামেন্টের ইতিহাসে প্রথম বাঙালি সংসদ সদস্য আলহাজ্ব ফয়ছল হোসেন চৌধুরী।

ইংল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যাংকার এমএ মুনতাকিম।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও বৃটেনের রাজনৈতিক অবস্থা সম্পর্কে সামগ্রিক আলোচনা হয়। পাশাপশি স্কটল্যান্ড ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরও উন্নত করার লক্ষে বিভিন্ন বিষয় ও দিক নিয়ে তারা মতবিনিময় করেছেন বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্কটিশ এমপি ফয়ছলের সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় এমপি ফয়ছল চৌধুরীর মাধ্যমে স্কটিশ পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান।

স্কটিশ পার্লামেন্টের প্রথম বাংলাদেশি সদস্য ফয়ছল চৌধুরীর জন্ম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে। ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইট অ্যাকটিভিস্ট ফয়ছল চৌধুরী দীর্ঘদিন ধরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত।

লেবার পার্টি থেকে ২০১৭ সালে অনুষ্ঠিত ওয়েষ্ট মিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে লড়াই করেন ফয়ছল চৌধুরী। এ ছাড়া ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন ‘বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন’-এর সমন্বয়কারী ছিলেন তিনি।

গত বছরের ৬ মে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার লোথিয়ান অঞ্চল থেকে স্কটিশ লেবার পার্টির প্রার্থী হিসাবে জয়ী হন বাংলাদেশি বংশোদ্ভূত ফয়ছল চৌধুরী। তার নেতৃত্বে ২০০৯ সালে প্রথমবারের মতো স্কটল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়।

Comments

comments