আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৭:১০
সর্বশেষ সংবাদ
রাজনীতি সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে: মির্জা ফখরুল

সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে: মির্জা ফখরুল


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/০৫/২০২৩ , ১১:০৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। এ সরকারকে আর জনগণ ক্ষমতায় দেখতে চায় না। বিএনপির দাবি স্পষ্ট পদত্যাগ করতে হবে। সংসদকে বাতিল করতে হবে। বিলুপ্ত করতে হবে। আর তত্ত্ববধায়ক সরকারের হাতে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে পরীক্ষা হবে এই গণতন্ত্র থাকবে কি থাকবে না। মানুষের অধিকার থাকবে কি থাকবে না। মানুষ ভোট দিতে পারবে কিনা। তাই আমাদের সমস্ত শক্তিকে একত্রিত করে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে ভয়াবহ যে দানবীয় সরকার যে আমাদের সবকিছুকে তছনছ করে দিয়েছে দেশকে তছনছ করে দিয়েছে তাকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের নির্বাচিত একটি কল্যাণমূলক সরকার নিয়ে আসতে হবে।
আমরা পরিষ্কার বলেছি এ সরকারের অধীনে কোন নির্বাচন নয়। সরকারকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা দিয়েই নির্বাচন করতে হবে।
তিনি আজ ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সময় জেলা বিএনপির শীর্ষ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি বিকেল একই স্থানে ও পৌর বিএনপির সম্মেলনে যোগ দেন।

Comments

comments