আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৭:৫১
সর্বশেষ সংবাদ
বিনোদন পারিশ্রমিক না নিয়েও যেভাবে ‘পাঠান’-এ ২০০ কোটি পেলেন শাহরুখ

পারিশ্রমিক না নিয়েও যেভাবে ‘পাঠান’-এ ২০০ কোটি পেলেন শাহরুখ


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২০/০৪/২০২৩ , ৩:২৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


‘পাঠান’-এর মাধ্যমে চার বছর পর বক্স অফিসে বাদশাহী কায়দায় ফিরেছেন শাহরুখ খান। যশরাজ ফিল্মসের এই ছবির জন্য এক পয়সাও পারিশ্রমিক নেননি শাহরুখ। তবে এর পরও তিনি ঘরে তুলেছেন ২০০ কোটি টাকা।

বিশ্বজুড়ে ‘পাঠান’ ব্যবসা করেছে ১০৫০ কোটি টাকার বেশি। দর্শক ও সমালোচকের প্রশংসাও পেয়েছেন ঢালাও।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, ছবির লাভের অঙ্কের ভিত্তিতে পারিশ্রমিক নেওয়ার চুক্তিতে এ সিনেমা করেন শাহরুখ। ওই চুক্তির ভিত্তিতেই প্রায় ২০০ কোটি টাকা ঘরে এনেছেন বলিউডের ‘বাদশা’।

দুনিয়াজোড়া বক্স অফিসে হাজার কোটির ব্যবসার অঙ্কের মধ্যে রয়েছে দেশের বক্স অফিসের ৫০০ কোটির বেশি আয়ও। সেই আয়ের অঙ্ক থেকে বেশ কিছুটা খরচ হয়েছে ডিস্ট্রিবিউটরদের পেছনে। সব শেষে ২৭০ কোটি টাকার বাজেটে তৈরি ছবি থেকে ছবির নির্মাতাদের লাভ হয়েছে ৩০০ কোটি টাকার কিছু বেশি।

যশরাজের সঙ্গে শাহরুখের চুক্তি অনুযায়ী, সেই লভ্যাংশেরই ৬০ শতাংশ পাওয়ার কথা শাহরুখের। ছবির ব্যবসা থেকে সেই মতো ২০০ কোটি টাকার কাছাকাছি আয় করেছেন বাদশা।

সেদিক থেকে হিসাব করলে, পারিশ্রমিক না নিয়ে এই লভ্যাংশ বণ্টনের চুক্তিতেই বরং বেশি আয় করেছেন শাহরুখ।

 

Comments

comments