নববর্ষে “অপূর্ব অপু’র” মৌলিক গান
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৮/০৪/২০২৩ , ৮:১৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


বিনোদন প্রতিবেদক: মিউজিক ইন্ডাস্ট্রির পরিচিত মুখ কণ্ঠশিল্পী অপূর্ব অপু। ইতোমধ্যে তার বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে।
‘পথে পরিচয়’ শিরোনামে গানের মাধ্যমে শ্রোতা প্রিয়তা পান তিনি। গানকে পেশা হিসেবে না নিলেও নিজের মৌলিক গানের চর্চা চালিয়ে যাচ্ছেন নিয়মিত।
সম্প্রতি ‘প্রাণ স্বজনী’ শিরোনামে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর করেছেন কবি আদিত্য রুপু এবং সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজ।
নতুন গান প্রসঙ্গে অপূর্ব অপু বলেন, গানটি মর্ডান ফোক ধাঁচের। গানের কথা ও সুরে শ্রোতাগন একটি ভিন্নমাত্রা খুঁজে পাবেন। গানটি সকল আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে ইউটিউবে মিউজিক ভিডিও আকারে প্রকাশিত হবে বলে জানান অপূর্ব অপু।