আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৭:০৩
সর্বশেষ সংবাদ
তথ্য প্রযুক্তি ৩৬ অ্যাপ ব্যান করল গুগল

৩৬ অ্যাপ ব্যান করল গুগল


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৮/০৪/২০২৩ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: তথ্য প্রযুক্তি


ম্যালওয়ার অ্যালার্টের কারণে ৩৬টি অ্যানড্রয়েড অ্যাপ ব্যান করল গুগল। অ্যাপগুলো প্রথম সনাক্ত করেছিল ম্যাকাফি।

৩৬টি অ্যাপের মধ্যে কিছু জনপ্রিয় অ্যাপও রয়েছে। ম্যাকাফির গবেষণা দল বলছে, এই অ্যাপগুলো ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাদের একাধিক টাস্ক পারফর্ম করতে পারে।

ম্যাকাফির এক প্রতিবেদনের বলা হয়, তাদের গবেষণা দল একটি সফটওয়্যার লাইব্রেরি আবিষ্কার করেছে। যার নাম গোল্ডোসন। একজন গ্রাহকের ফোনে মোট কতগুলো অ্যাপ ইনস্টল করা হয়েছে তার তালিকা সংগ্রহ করতে পারে অ্যাপটি।

এর চেয়েও ভয়ঙ্কর খবর হলো ব্যবহারকারীর কাছাকাছি জিপিএস লোকেশন থেকে শুরু করে ওয়াইফাই হিস্ট্রি, এমনকি ব্লুটুথ ডিভাইসেরও তথ্যাদি সংগ্রহ করতে পারে এই সফটওয়্যার লাইব্রেরি।

একই সঙ্গে প্রতারণামূলক বিজ্ঞাপনগুলোকে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রায় ৬০টিরও বেশি ম্যালিশিয়াস অ্যাপ খুঁজে পেয়েছে ম্যাকাফি। যার মধ্যে এই থার্ড-পার্টি ম্যালিশিয়াস লাইব্রেরিটিও রয়েছে। ওয়ান স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে প্রায় ১০০ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে অ্যাপগুলো।

প্রতিবেদনটি প্রকাশের পরেই পদক্ষেপ নেয় গুগল। ৬০টির মধ্যে মোট ৩৬টি অ্যাপ প্লে স্টোর থেকে ব্যান করে গুগল।

Comments

comments