আজ: ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৭:৪৩
সর্বশেষ সংবাদ
চটগ্রাম বিভাগ, জেলা সংবাদ কমলনগরে ১৭এপ্রিল মুজিব নগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

কমলনগরে ১৭এপ্রিল মুজিব নগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/০৪/২০২৩ , ৩:৩৩ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ এপ্রিল (সোমবার) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।

এছাড়াও উপস্থিত ছিলেন, কমলনগর সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা, কমলনগর উপজেলা ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সাগর, কমলনগর থানা ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা আব্দুল জলিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম, কমলনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়েজ সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।

Comments

comments