নবীনগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৫/০৪/২০২৩ , ৯:০৪ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগ্নাথপুর গ্রামে শনিবার সকালে পুকুরে ডুবে শিবা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, জগ্নাথপুর গ্রামের শিপন মিয়ার মেয়ে শিবা সকালে পুকুরের পাশে খেলা করার সময় পানিতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, জগনাথপুর গ্রামে পানিতে ডুবে শিবা নামের এক শিশু মারা গেছে।