নবীনগর উপজেলা প্রেসক্লাবের পালাবদল সভাপতি সঞ্জয়, সম্পাদক রেজাউল করিম
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/০৪/২০২৩ , ৫:৪৬ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


শুভ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের ২০২২-২০২৪ খ্রীঃ এর কার্যকরী কমিটিতে সঞ্জয় সাহাকে সভাপতি ও রেজাউল করিম বাবুলকে সাধারন সম্পাদক করে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য একেএম হাবিবুর রহমান হেলাল ও টিটন দাস শনিবার (৮/৪/২৩) দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত ক্লাবের সকল সদস্যের সম্মুখে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় আর কোন পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, সাহিত্য, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক শুভ চক্রবর্তী শুভেন্দু, অর্থ ও দপ্তর সম্পাদক সাহেদ আহমেদ সৌরভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ কাউসার আলম ভূইয়া অপু, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক হেবজুল বাহার, কার্যকরী সদস্য খানজাহান আলী চৌধুরী ও জহিরুল ইসলাম।
পরে নতুন কমিটির হাতে নির্বাচন উপকমিটি কমিটি অনুমোদনের কাগজপত্র তুলে দেন। এই কমিটি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ক্লাবকে গতিশীল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরনে সতর্কতা অবলম্বনে গুরুত্বারোপ করেন।