নবীনগরে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/০৪/২০২৩ , ৫:২৭ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিদ্যুৎ, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধগতি, বেগম খালেদা জিয়া, সকল রাজবন্দিদের মুক্তি, ভোটার বিহীন অবৈধ সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
শনিবার বিকেলে উপজেলা পরিষদের সড়কের পাশে উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মান্নানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক ভিপি লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাড. রাজীব আহসান চৌধুরী পাপ্পু, উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক আলহাজ্ব নাজমুল করিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ শুক্কুর খান সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।
এ সময় বক্তারা ১০ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।