বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ০৮/০৪/২০২৩ , ৫:১৮ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ


শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি মাদক উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানকৃত মালামাল আটক করেছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ আরমান আরিফ পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার ৮ এপ্রিল গভীর রাতে সরাইল ব্যাটালিয়ন(২৫ বিজিবি) এর আওতাধীন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ও হরষপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার সীমান্তবর্তী রাজাপুর, আখাউড়া বাইপাস, সেজামোড়া, চানপুর, নোয়াবাদী নামক স্থানে পৃথক পৃথক অভিযানে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল হুইস্কি, ৭৯ বোতল স্কুফ সিরাপ আটক করা হয়।
এছাড়া চান্দুরা বাইপাস নামক এলাকায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সরোয়ার উদ্দিন এর উপস্থিতিতে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যের সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করার সময় এসএ কুরিয়ার সার্ভিসের গাড়ি তল্লশী করে ৫৫,৭৯,৪০০/- টাকা মূল্যের ১৭৮৩ পিস শাড়ী এবং ১১৫২০ পিস কাবেরী মেহেদী আটক করা হয়। আসামীবিহীন আটককৃত মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অন্যান্য চোরাচালানকৃত মালামাল আখাউড়া কাস্টমসে জমা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদকের বিষয়ে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ পূর্বক সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে সদা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় জোরপূর্বক বাস্তচ্যুত মায়ানমার নাগরিকসহ অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান নিরোধ এবং সীমান্ত এলাকায় চোরাকারবারী ও সন্ত্রাসী কর্তৃক যে কোন অপতৎপরতা রোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) নিরবচ্ছিন্ন ও কার্যকর অভিযান পরিচালনার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ আরমান আরিফ পিএসসি বলেন, মাদক উদ্ধারে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের যুব সমাজ ও কোমলমতি ছাত্রছাত্রীদেরকে মাদকাশক্তির হাত হতে মুক্তির লক্ষ্যে সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ রোধ ও মাদকের কুফল এবং ভয়াবহতা সম্পর্কে সাধারণ জনগণকে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি নিয়মিত প্রেষণা প্রদান করে আসছে।