আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, সকাল ৬:১৫
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ বিজয়নগরে গাঁজা নিয়ে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিবসহ ৫ জন গ্রেফতার

বিজয়নগরে গাঁজা নিয়ে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিবসহ ৫ জন গ্রেফতার


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ৩০/০৩/২০২৩ , ১০:৪৫ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ


শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর প্রতিনিধিঃ

বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের লামা খাটিংগা এলাকা থেকে ৫ জন মাদক কারবারিকে ১০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার ৩২০ টাকাসহ গ্রেফতার করেন বিজয়নগর থানা পুলিশ।

২৪ মার্চ দিবাগত আনুমানিক আড়াইটার দিকে বিজয়নগর থানার এস আই ইউনুস এর নেতৃত্বে উক্ত মালামালসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার ভুটাং বাড়ি গ্রামের কাজী তাজুল ইসলাম এর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০), কাজী আবু সামার ছেলে সালমান (২৫), খাটিংগা গ্রামের আলাই মিয়ার ছেলে মোঃ হেলাল মিয়া (৩২), সোলেমান মিয়ার ছেলে আব্দুল গফুর (৩৭), ও চানপুর গ্রামের হারুনুর রশিদ এর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৬)।

এছাড়াও ভুটাং বাড়ির গ্রামের কাজী তাজুল ইসলাম এর ছেলে সাবেক মেম্বার শফিকুল ইসলাম পলাতক রয়েছে।

গ্রেফতারকৃত উপজেলার ভুটাং বাড়ি গ্রামের কাজী তাজুল ইসলাম এর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০), বিজয়নগর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এবং পলাতক সাবেক মেম্বার শফিকুল ইসলাম তার আপন বড় ভাই।

এ ব্যাপরে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি ঠিম তাদের ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

Comments

comments