ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে সার্বজনীন কল্যানে ইসলামী ব্যাংকিং আলোচনা অনুষ্ঠিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ৩০/০৩/২০২৩ , ১০:৪৪ অপরাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ


মোঃ কামরুল হাসান কাজল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে “সার্বজনীন কল্যানে ইসলামী ব্যাংকিং” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ই মার্চ) বিকেল আনুমানিক ৫ টায় ইসলামী ব্যাংকের ভূরুঙ্গামারী শাখা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সন্মানে ইফতার মাহফিলের আয়োজন করে ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা কার্যালয় কতৃপক্ষ।
ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখার এভিপি ও শাখা প্রধান এ কে এম মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূরন্নবী চোধুরী।
সভায় প্রধান আলোচক ছিলেন ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো:মাহবুবুল আলম।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম,জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালালা উদ্দিন মন্ডল, আন্ধারিঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ মন্ডল ও সহকারি অধ্যাপক আজিজুর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ব্যাংকের গ্রাহকগণ উপস্হিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয় ।