আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, ভোর ৫:১৬
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, রংপুর বিভাগ গোবিন্দগঞ্জে মাদক পাচারকালে ১৭ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা গ্রেফতার

গোবিন্দগঞ্জে মাদক পাচারকালে ১৭ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা গ্রেফতার


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৯/০৩/২০২৩ , ৯:৪০ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রংপুর বিভাগ


গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে ১৭ পিস ফেন্সিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ২৯ মার্চ গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় হতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে ২৯ মার্চ গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের উপর যানবাহন চেকিং করার সময় দিনাজপুর টু ঢাকাগামী হক পরিবহনের যাত্রীবাহী কোর্সটি ঢাকা যাওয়ার পথে কোর্সটিকে সিগন্যাল দিয়ে থামানো হয়।

কোর্সটিকে চেকিং করার সময় হক এন্টারপ্রাইজ কোর্সটি হতে যাত্রী মোছাঃ রহিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে নারী পুলিশ কং/৩৭৯ মোছাঃ রেশমা খাতুনের দ্বারা সন্দেহভাজন রহিমা খাতুনের দেহ তল্লাশী করে তার কোমর ও বুকে স্কচটেপ দ্বারা বিশেষ কায়দায় আটকানো ১৭ বোতল কোডিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে রুটিন মাফিক কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। সারা দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Comments

comments