আজ: ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি, ভোর ৫:৫৩
সর্বশেষ সংবাদ
জেলা সংবাদ, রাজশাহী বিভাগ বগুড়ায় ৩৩৭ বোতল ফেন্সিডিল ও ০২টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৫

বগুড়ায় ৩৩৭ বোতল ফেন্সিডিল ও ০২টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৫


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৯/০৩/২০২৩ , ৯:১৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজশাহী বিভাগ


স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দিতে র‍্যাবের অভিযানে ৩৩৭ বোতল ফেন্সিডিল ও ০২টি মোটরসাইকেল সহ ৫ জনকে আটক করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দিনাজপুর হতে সিরাজগঞ্জ গামী ০২ টি মোটরসাইকেল যোগে ০৫ জন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে। এই সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ মার্চ (বুধবার) মধ্যরাতে বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন ধলিরকান্দি গ্রামস্থ ধলিরকান্দি মধ্যপাড়ার মৃত ভোলা প্রামাণিকের ছেলে তাহেরুল এর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন বিজুল মাগুড়াপাড়া এলাকার মৃত মোখলেছার হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আসামী দিলবর হোসেন (৩৫), দিনাজপুরের ফুলবাড়ি থানাধীন রসুলপুর পশ্চিম পাড়া ৯ নং ওয়ার্ডের মৃত আঃ জব্বারের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), বিরামপুর থানাধীন ভাইগর নিশিবাপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম (২৮), রসুলপুর পশ্চিমপাড়ার আঃ কুদ্দুসের ছেলে ছাবেদুল ইসলাম (২৯), বগুড়ার সারিয়াকান্দি থানাধীন বাড়ইপাড়া গোসাইবাড়ী এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৩৩) কে মোট ৩৩৭ বোতল ফেন্সিডিল, ০২টি মোটরসাইকেল, ০৯টি মোবাইল, ০৯টি সীম, নগদ ৫,০০০/- টাকাসহ গ্রেফতার করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম বলেন, আসামীদের সিডিএমএস যাচাই করে জানা গেছে তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে, ১নং আসামীর বিরুদ্ধে ০২টি চুরি ও ০২টি মাদক মামলা, ২নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা, ৩নং আসামীর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা, ৪নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা এবং ৫নং আসামীর বিরুদ্ধে ০২টি ডাকাতি, ০২টি চুরি মামলা রয়েছে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments

comments