সারিয়াকান্দিতে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৬/০৩/২০২৩ , ৯:৫১ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজশাহী বিভাগ


স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দিতে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ করা হয়েছে।
২৬ মার্চ (রোববার) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ পূজা রানী কুন্ডু, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত জরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৪ জনকে (জনপ্রতি একজোড়া) ছাগল ও একটি করে ঘর দেওয়া হয়।