মান্দায় কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ২৬/০৩/২০২৩ , ৯:২৭ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজশাহী বিভাগ


মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার ১৪টি ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাবে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে মান্দা উপজেলা জেন্ডার প্রমোটার মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সুপার ভাইজার মিতা রানী, সকল ক্লাবের কো-অর্ডিনেটর, সংগীত ও আবৃত্তি শিক্ষক, স্থানীয় ইউ’পি চেয়ারম্যান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, কিশোর- কিশোরী ক্লাব বর্তমান সমাজে অগ্রনী ভূমিকা পালন করছে। এছাড়াও উক্ত ক্লাবের মাধ্যমে জেন্ডার বৈষম্যতা, মাদক,বাল্য বিবাহ, যৌতুক, কিশোর গ্যাং, ইভটিজিং প্রতিরোধ করাসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এ ক্লাবের গুরুত্ব অপরিসীম।