বর্ণাঢ্য আয়োজনে ইবির দা’ওয়াহ বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৮/০৩/২০২৩ , ৭:৫৩ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষাঙ্গন


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান মিলিয়ে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিভাগ সূত্রে জানা যায়, দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান’সহ ৩৫টি ব্যাচে শিক্ষার্থীদের জন্য প্রথম বারের মতো পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়েছে। প্রায় ১০০০ জনের আয়োজন রাখা হয় এ উৎসবে। এ উপলক্ষ্যে গতকাল (১৭ মার্চ) শুক্রবার বিকেলে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এরশাদ উল্লাহ, বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, অধ্যাপক ড. মো. আবুল কালাম পাটওয়ারী, ড. এম. আবদুল আজিজ। এছাড়া শিক্ষক সমিতি’সহ বিভাগীয় শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, অ্যালামনাইরা হচ্ছেন এক ধরনের মিটিং অব মাইন্ডস। এটি এক ধরনের প্লাটফর্ম। এখানে সবার এক ধরনের অনুভূতি তৈরি ঘটে। আমরা যে চারা থেকে মহাবৃক্ষে পরিণত হয়েছি এর বীচ ভূমি হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আর এই ইসলামী বিশ্ববিদ্যালয়। আর মহাবৃক্ষ থেকে হওয়া ফল হচ্ছে এই অ্যালামনাইরা যারা চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা সবাই এই মাতৃসম বিশ্ববিদ্যালয়কে আরও বেশি করে সমৃদ্ধ করবেন।