জাতির পিতার জন্মবার্ষিকীতে প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে ছাত্রলীগ
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/০৩/২০২৩ , ৬:০১ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ,সারাদেশ


শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী আমিনুল ইসলামকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের উপহার একটি হুইল চেয়ার প্রদান করে নবীনগর উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীগণ।
শুক্রবার (১৭ই মার্চ) সকালে সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সাইফুর রহমান রকির সভাপতিত্বে হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সোবহান, সহযোগী অধ্যাপক এ কে এম রাশেদুল হক, সহকারী অধ্যাপক সৈয়দ হোসাইন, জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল তুষার, পৌর ছাত্রলীগের আহ্বায়ক এহসান আহমেদ, জুয়েল হাসান, ব্যবসায়ী মাইন উদ্দিন মাইনু, কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল, সাব্বির, শিহাব, সাইমন, জুনায়েদ প্রমুখ।