ডিবির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ৩জন গ্রেফতার
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/০৩/২০২৩ , ২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,রাজশাহী বিভাগ,সারাদেশ


মোঃ অনিক দেওয়ান স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ৪ কেজি গাঁজা ও ৮১ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার তারাপুর ঝাটনপাড়া মোহর হোসেনের ছেলে কাদির হোসেন (২১) এবং গোমস্তাপুর উপজেলার ঘাটনগর এলাকার মৃত আনসার আলীর ছেলে পারভেজ আলী (৩৩) একই উপজেলার নুনগোলা এলাকার তাইজুদ্দিন ছেলে মানিক (৩৫)।
জানাগেছে, জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম,পিপিএম,(বার) দিকনির্দেশনায় এসআই আসগর আলীর নের্তৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ বৃহস্পতিবার সকালে নাচোল থানাধীন ঘিওন গ্রামে অভিযান চালিয়ে মটরসাইকেলের তেলের কাটা ট্যাংকিতে ও শীটের নিচ হতে বিশেষ কায়দায় রক্ষিত ৮১বোতল ফেন্সিডিলসহ পারভেজ-কে গ্রেফতার করা হয় তার তথ্যের ভিত্তিতে নাচোল থানাধীন নিজামপুর বাজার থেকে মানিক কে গ্রেফতার করা হয় এবং একই দিন ভোর সাড়ে পাঁচটায় শিবগঞ্জ থানাধীন মৌচাক মোড়ে অভিযানে চালিয়ে একটি তলা কাটা গ্যাস সিলিন্ডারের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৪ কেজি গাঁজাসহ কাদিরকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।