আজ: ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৪ হিজরি, সকাল ৮:৫৩
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ইউক্রেনকে সোভিয়েত আমলের মিগ-২৯ দিচ্ছে পোল্যান্ড

ইউক্রেনকে সোভিয়েত আমলের মিগ-২৯ দিচ্ছে পোল্যান্ড


পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৭/০৩/২০২৩ , ১০:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক


রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এই প্রথম যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে ডুডা জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই ইউক্রেনের হাতে চারটি সাবেক সোভিয়েত আমলে তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান তুলে দেওয়া হবে।

এর আগে দক্ষিণ কোরিয়ার তৈরি এফএ-৫০ এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ এস বিমান ইউক্রেনকে দিয়েছিল পোল্যান্ড। কিন্তু ইউক্রেন যুদ্ধবিমান চাইছে। তাই ওই বিমানগুলো বদলে ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই প্রথম ইউক্রেনকে কেউ যুদ্ধবিমান দিচ্ছে।

কিছুদিন আগেই ইউক্রেন পশ্চিমা দেশগুলোর কাছে যুদ্ধবিমান দেওয়ার অনুরোধ জানিয়েছিল। পোল্যান্ড জানিয়েছে, সব দেশ একসঙ্গে ইউক্রেনের পাশে দাঁড়ানো উচিত। স্লোভাকিয়াও জানিয়েছে, তারা ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দিতে প্রস্তুত।

ইউক্রেন অবশ্য আরও আধুনিক যুদ্ধবিমান চায়। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, ইউক্রেনের সেনাবাহিনী মিগ-২৯ চালাতে জানে। ফলে বিমান হাতে পেলেই তারা চালাতে পারবে। কিন্তু মার্কিন এফ-১৬ এর মতো বিমান চালাতে গেলে তাদের অন্তত নয় মাসের প্রশিক্ষণ প্রয়োজন।

আর সেই সময় এখন ইউক্রেনের সেনাবাহিনীর হাতে নেই। সে কারণেই মিগ-২৯ তাদের জন্য সবচেয়ে ভালো যুদ্ধবিমান।

Comments

comments