বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ আটক ১
পোস্ট করেছেন: অনলাইন ডেক্স | প্রকাশিত হয়েছে: ১৬/০৩/২০২৩ , ৮:৫৭ অপরাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ,সারাদেশ


শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে মোঃ ইমন মিয়াকে (৩৩) কালাছড়া লম্বা হাটি আলী হাজার বাড়ির পশ্চিম পাশের কাঁচা রাস্তা থেকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
১৫ মার্চ বুধবার রাত সাড়ে ৮ টার সময় বিজয়নগর থানার এসআই মোঃ আবুল কালাম ও এএসআই আফজাল হোসেন এর নেতৃত্বে বিজয়নগর থানা পুলিশ এ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আর কে কে জড়িত আছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।